বিশেষ অনুষ্ঠান

২১ ফেব্রুয়ারী মোমবাতি প্রজ্বলন

মঙ্গলপ্রদীপ
মঙ্গলপ্রদীপ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইল শহরের কুড়িরডোব মাঠে নড়াইল একুশ উদ্যাপন পর্ষদ এসব কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন কোম্পানি / প্রতিষ্ঠান  এ অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করে আসছে। ১৯৯৮ সাল থেকে এ মাঠে ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়ে আসছে। প্রথম বছর জ্বালানো হয়েছিল ১০ হাজার মোমবাতি যা এখন ১ লক্ষের উপরে গিয়ে পৌছেছে। প্রায় চার একর খেলার মাঠজুড়ে সন্ধ্যায় মোমবাতির শিখায় তৈরি করা হয় বর্ণমালা, শহীদদের মুখচ্ছবি ও নানান আলপনা। তুলে ধরা হয় বাংলাদেশের নানা কৃষ্টি ও ঐতিহ্য। দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারদিক। মোমবাতির আলোয় অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন অন্য কোথাও দেখা যায় না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদীপ প্রজ্জ্বলন ছাড়াও একুশের কবিতা, গান, গণসঙ্গীতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাধিক সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিক প্রায় এক মাস ধরে এ আয়োজন সফল করতে কাজ করেছেন।

error: Hi, কপি করার কি দরকার? আমাকে মেইলে জানান।