দর্শনীয় স্থান

জমিদার বাড়ি বাঁধা ঘাট নড়াইল

জমিদার বাড়ি বাঁধা ঘাট নড়াইল
জমিদার বাড়ি বাঁধা ঘাট নড়াইল

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌলা’র পতনের পর নড়াইল জমিদারীর সূচনা হয়। এই জমিদারী বংশের রাম রতন রায় মানে রতন বাবু নড়াইলের উন্নয়ন এবং শ্রী বৃদ্ধিতে অনেক কিছু করেছেন। চিত্রা নদীর ধারে এই বাধানো ঘাটটি তারই একটি নমুনা। জমিদার রতনবাবু মূলত জমিদার গৃহীনিদের ধর্মীয় বিশেষ পর্বের স্নান এবং প্রতিমা বিসর্জনের জন্য এই ঘাটটি নির্মাণ করেন। তাছাড়া জমিদারদের নৌ-পথে চলাচলও সেসময় এই ঘাট দিয়েই হত। প্রায় তিনশত বছর আগে রাজা সীতারামের নির্মিত ধর্মপীঠ নিশিনাথ তলায় প্রতি বৎসর বৈশাখী তিথিতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যে পূণ্যস্নান করে তা এই ঘাটেই হয়ে থাকে।সেই হিসেবে হিন্দু ধর্মাম্বলীদের কাছে এটি একটি তীর্থস্থানও বটে। তবে বাধাঘাটের অবস্থা খুবই জরাজীর্ণ ছিল, ২০০৮ সালের মাঝামাঝি সময় স্থানীয় ব্যক্তিদের উদ্যেগে এই ঘাটটি সংস্কার করে আরো কিছু বছর টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যাতে করে আপনি আগামীতে নড়াইল এসে বাধাঘাটে একটু বসে চিত্রা নদীর বয়ে যাওয়া দেখতে পারেন।

error: Hi, কপি করার কি দরকার? আমাকে মেইলে জানান।