Site icon Narail Information

সুলতান মেলা

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন নড়াইলে এ মেলার আয়োজন করে। সুলতান মেলা কেন্দ্র করে সরব হয়ে উঠে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গন। শহরের সুলতান মঞ্চে অনুষ্ঠিত এ মেলা সাধারণত ১০ দিনব্যাপী চলে।এস এম সুলতানের জন্ম ১০ আগস্ট। ১৯৯২ সাল থেকে ওই দিনে সুলতান মেলা উদযাপিত হলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলা সময় পিছিয়ে শীতে আয়োজন করা হচ্ছে। সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চিবুড়ি, শিল্পীর জীবন ও কর্মের উপর সেমিনার, সুলতান পদক প্রদান, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠে। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ১০০টির বেশি ষ্টল বসে।  সুলতান মেলায় এবার স্থানীয় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, গ্রেভ, যুগান্তর, সুরধাম, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, চিত্রা থিয়েটার, ছায়ানট, উদীচী শিল্পী গোষ্ঠী, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করে থাকে। সাধারণত মেলা চলাকালীন সময়ে প্রতিদিন বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

Exit mobile version